আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হাসনাত।
আরও পড়ুন:
এসময় তিনি বলেন, ‘আশা করবো, আজকে মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে কুমিল্লা-৪ আসন এনসিপির বলে ধরে নেয়া যাবে। দেবিদ্বারের মানুষ আমার মনোনয়নপত্রের ১০ হাজার টাকা সংগ্রহ করে দিয়েছে।’
এদিকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সম্পর্কে এনসিপির এ নেতা বলেন, ‘ভারতে থেকে ভারতীয় পৃষ্ঠপোষকতায় যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে মানুষ চিনতে পেরেছে কারা আসল অগ্নিসন্ত্রাস। যেদিন থেকে আওয়ামী লীগ ছাড়া দেশের রাজনীতি শুরু হয়েছে, সেদিন থেকে দেশ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক।’





