তিনি বলেন, ‘দুই ভোট একই দিনে দিয়ে একটা সংকটের মধ্যে ফেলে দেয়া হলো। সংকট নিরসন হয়নি এ ভাষণে।’
জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা জানান, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত গণভোটসহ ৫ দফা দাবিতে ৮ দলের পূর্বঘোষিত কর্মসূচি বহাল আছে।
গোলাম পরওয়ার আরও বলেন, ‘সন্ধ্যায় জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে থাকবেন লিগ্যাল এক্সপার্টরা। এসময় ৮ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বসে প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনার পর ১৬ নভেম্বর সম্মিলিত প্রতিক্রিয়া জানানো হবে।’
আরও পড়ুন:
উল্লেখ্য, ৮ দলের সম্মিলিত ঘোষণার মধ্যে রয়েছে- জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, ১৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিল, ১৬ নভেম্বর বেলা ১১টায় ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক। সবশেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। যদিও এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় ও ‘যমুনার’ সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণাও দিয়েছিল তারা।





