‘বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু অনিশ্চিত হলেও প্রভাব পড়বে না ক্রিকেটারদের প্রস্তুতিতে’

বাংলাদেশ দলের অনুশীলন
বাংলাদেশ দলের অনুশীলন | ছবি: এখন টিভি
0

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু আলোচনা এখনো আছে অনিশ্চিত অবস্থায়। দুই পক্ষের মাঝে আলোচনাতে আসেনি সমাধান। যদিও এমন পরিস্থিতি টাইগার ক্রিকেটারদের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় বাধা হবে না বলেই মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

বিশ্বকাপ ভেন্যু নিয়ে ক্রিকেট বোর্ডের দৌড়ঝাঁপ চলছে। আইসিসির সঙ্গে দফায় দফায় আলোচনার টেবিলে বসেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিশ্বকাপের মোটে ৩ সপ্তাহ বাকি থাকলেও এখন অব্দি সমাধান আসেনি ভেন্যু ইস্যুতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে লম্বা সময় ধরেই যুক্ত সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিশ্বকাপ নিয়ে জটিলতার প্রশ্নে তার প্রত্যাশা খেলায় প্রভাব ফেলবে না মাঠের খেলায়।

আরও পড়ুন:

সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, ‘প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আমাদের কাজ ক্রিকেট খেলা। যেটাই হোক তা তো আর খেলোয়াড়দের হাতে নেই। তাদের কাজ শুধু চিন্তা করা আমরা যখন খেলবো তখন শুধু ক্রিকেট নিয়ে চিন্তা করবো এবং সেটাতেই ভালো করার চেষ্টা করবো।’

বিশ্বকাপের আগে বারবার নানা নাটকীয়তা বাধা দিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। সাবেক অধিনায়ক বিশ্বাস করেন, এসবের ভিড়েও বিশ্বকাপে ভালো কিছু করবে টাইগাররা।

হাবিবুল বাশার সুমন বলেন, ‘ছয় মাস ধরে তো টিম হিসেবেই খেলছি। দলটা তো এমন না নতুন হয়ে গেছে। আমরা আমাদের ক্রিকেটটা এখন ভালো বুঝছি। কন ফরম্যাটে হলে সাকসেস পাওয়া যায় কিংবা আমাদের ব্র্যান্ড অব ক্রিকেটটা টি-টোয়েন্টিতে কি হবে সেটা মনে হয় দলটা ধরতে পেরেছে। এটা অবশ্যই এমন কিছু না যেটা আমরা প্রত্যাশা করি। যখন আমরা বিশ্বকাপে যাবো তখন এ জিনিসটা মাথায় থাকা উচিত না।’

হাবিবুল বাশার সুমন আস্থা রাখছেন বিসিবির নেতৃত্বে। সব জটিলতা কাটিয়ে বিশ্বকাপে ভালোভাবেই অংশ নেবে লিটন দাসের দল।

ইএ