আজ (সোমবার, ১০ নভেম্বর) বিকেলে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামে ‘বল্লামুখা স্থায়ী বাঁধ চাই, জীবন-সম্পদ ও পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাকে বাঁচাতে চাই’ এ দাবিতে আয়োজিত ব্যতিক্রমধর্মী ‘মাটির বৈঠক, মাঠে-মাটিতে কথা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ‘এখনও দেশে গণতন্ত্র আসেনি। কয়েকজন রাজনৈতিক নেতা মিলে ঠিক করে দেবে দেশ চলবে— এ ক্ষমতা তাদের কে দিয়েছে? তারা জনগণের কাছে যেতে ভয় পায়। আমরা জানি না, জনগণ কাকে ভোট দেবে— বিএনপিকে না অন্য কাউকে। তবে আমরা বিশ্বাস করি, জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে।’
আরও পড়ুন:
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী–১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে একটি মশাল মিছিল বের হয়ে নিজকালিকাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।





