আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) বিকেলে রাঙামাটিতে এনসিপির সমন্বয় সভায় একথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘পরবর্তী যে নির্বাচনটি রয়েছে, গণভোট রয়েছে সেটি জাতি হিসেবে আমাদের জন্য খুবই প্রয়োজন। আবার যদি একটি নির্বাচন ভন্ডুল হয়, আবার যদি প্রত্যাশিত, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অবাধ সুষ্ঠু না করতে পারি, তাহলে জাতি হিসেবে এর রেশ আমাদের দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে। আমদের রাজনীতিক কেউ এর দায় এড়াতে পারবে না।’
আরও পড়ুন:
পুলিশের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা চাই না পরবর্তী বাংলাদেশে আপনারা কেউ বেনজির, ডিবি হারুন, বিপ্লব হয়ে উঠুন। আপনারার বাংলাদেশের পক্ষে কাজ করেন। দিনশেষে জনতার যে রায়, সে রায়ই আমরা মেনে নেবো। কিন্তু জনগণকে আপনারা সুষ্ঠু ভোট দেয়ার সুযোগ করে দেন। কোনো ভয়, কোনো চাপাচাপি এই কাজগুলো আপনারা করবেন না। যদি করেন তাহলে পরবর্তী বিপ্লব হবে এই ইনস্টিটিউশন সংস্কারের বিরুদ্ধেই হবে। আমরা আপনাদের সহায়তা করতে চাই।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলকে সুসংগঠিত ও প্রয়োজনীয় নির্দেশনা দিতে হাসনাত আবদুল্লাহ সাংগঠনিক সফরে রাঙামাটিতে আসেন।
আজ বেলা ১১টায় শুরু হওয়া শহরের জিমনেসিয়াম হলরুমে আয়োজিত দলের সমন্বয় দুপুর পৌনে একটায় যোগ দেন হাসনাত আবদুল্লাহ। সভায় দলটির রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সভায় বক্তব্য দেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হক, এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবায়েরুল হাসান আরিফ, চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক এসএম সুজা উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ, রাঙামাটি জেলা এনসিপির প্রধান সমন্বয়ক বিপিন চাকমা, খাগড়াছড়ির মনজিলা ঝুমা প্রমুখ।




