আজ (বুধবার, ৫ নভেম্বর) সকালে রাজশাহী মহানগর কেন্দ্র কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
আরও পড়ুন:
সভায় বক্তারা বলেন, রাজশাহী মহানগরী বাংলাদেশের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মহানগরী। এই মহানগরী শিক্ষা মহানগরী।
এই মহানগরীতে কোনোক্রমেই দলের নাম ভাঙিয়ে, দলের কোনো কর্মকাণ্ডের মধ্যে বিশৃঙ্খলা করলে এরপরে এই নতুন কমিটির তা মেনে নেবে না।
সকলের সহযোগিতা নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে এই মহানগরী থেকে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করা হবে।





