আ.লীগের ডাকা কর্মসূচি কঠোরভাবে দমন করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা | ছবি: সংগৃহীত
0

নির্বাচনের আগে কার্যত্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কার্যক্রম প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বুধবার, ৫ নভেম্বর) গাজীপুরে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।

উপদেষ্টা জানান, জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ান, তবে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, ‘জনগণ এরইমধ্যে নির্বাচনমুখী হয়ে গেছে; কেউ চাইলেও তা প্রতিহত করতে পারবে না।’

এসময় তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, পার্শ্ববর্তী দেশ ভারতের প্রচারিত গুজব প্রতিহত করতে তাদের সহযোগিতা করার জন্য। এছাড়া নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে পুলিশ সদস্য বৃদ্ধির পদক্ষেপ নেয়া হয়েছে।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আওয়ামী লীগের ঢাকা কর্মসূচি প্রতিহত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে।

এএইচ