ঢাকা-১৫ আসন: জামায়াত আমিরের সঙ্গে ধানের শীষে লড়বে কে?

0

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার গুরুত্বপূর্ণ আসন ‘ঢাকা-১৫’-এ (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ০৪, ১৩, ১৪ ও ১৬ -কাফরুল) বিএনপির মনোনয়ন পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম খান মিল্টন। অন্যদিকে, একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গতকাল (সোমবার, ৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকের ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এসময় ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে শফিকুল ইসলাম মিল্টনের নাম ঘোষণা করা হয়।

একই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন দলের সদ্য পুনর্নির্বাচিত আমির ডা. শফিকুর রহমান, যিনি এর আগে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেবার তিনি আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদারের কাছে পরাজিত হন।

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াত এখন আলাদা রাজনৈতিক কৌশল নিয়ে মাঠে নেমেছে। ফলে এবারের নির্বাচনে জোটের পরিবর্তে দুই দলের প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।

আরও পড়ুন:

মৌলভীবাজারে জন্ম নেয়া ডা. শফিকুর রহমানের রাজনীতিতে হাতেখড়ি স্কুলজীবনে। ১৯৭৩ সালে তিনি যোগ দেন জাসদ ছাত্রলীগে এবং ১৯৭৭ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে।

সিলেট মেডিকেল কলেজ ও সিলেট শহর শাখায় সভাপতির দায়িত্ব পালনের পর ১৯৮৪ সালে তিনি যোগ দেন মূল দল বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। সম্প্রতি তিনি পুনরায় দলের আমির হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন।

অপরদিকে, বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন যুবদল থেকে উঠে আসা এক তরুণ নেতা। তিনি ঢাকা মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কিছুদিন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছেন।

এনএইচ