‘এমন কোনো কাজ বিএনপি করতে চায় না, যাতে জুলাইয়ের রক্ত বৃথা হয়ে যায়’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক | ছবি: সংগৃহীত
0

এমন কোনো কাজ বিএনপি করতে চায় না যাতে জুলাইয়ের রক্ত বৃথা হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে সরকার গঠন করে গুম, খুন ও নির্যাতনের বিচার সম্পন্ন করার কথা জানান তিনি।

আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে জোরপূর্বক গুমের ঘটনাগুলোর তদন্ত ও বিচার প্রক্রিয়া অগ্রগতির দাবিতে নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন:

দেশকে ভালোবাসলে অনির্বাচিত সরকারকে আর ক্ষমতায় রাখা যাবেনা জানিয়ে তিনি বলেন, ‘বিদেশিদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে নির্বাচন এখনই প্রয়োজন।’

তবে নির্বাচন নিয়ে সংশয় করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।

এনসিপিকে সমালোচনা করে বলেন, ‘শর্ত দিয়ে নির্বাচন আটকানো যাবে না।’


সেজু