HSC Result 2025 : কোন বোর্ডে পাসের হার কত শতাংশ ও জিপিএ-৫ কতজন?

এইচএসসি পরীক্ষার ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
এইচএসসি পরীক্ষার ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা | ছবি: সংগৃহীত
1

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী।

ঢাকা বোর্ডে পরীক্ষার্থী দুই লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহীতে এক লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লায় এক লাখ এক হাজার ৭৫০ জন, যশোরে এক লাখ ১৬ হাজার ৩১৭ জন, চট্টগ্রামে এক লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫ জন, সিলেটে ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুরে এক লাখ তিন হাজার ৮৩২ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন। এ ছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৯ হাজার ৬১১ জন।

আরও পড়ুন:

এইচএসসি পরীক্ষায় কোন বোর্ডে পাসের হার কত শতাংশ ও জিপিএ-৫ কত?

বোর্ডপাসের হারজিপিএ ৫
ঢাকা৬৪.৬২২৬০৬৩
কুমিল্লা৪৮.৮৬২৭০৭০
রাজশাহী৫৯.৪০১০১৩৭
যশোর৫০.২০৫৯৯৫
চট্টগ্রাম৫২.৫৭৬০৯৭
বরিশাল৬২.৫৭১৬৭৪
সিলেট৫১.৮৬১৬০২
দিনাজপুর৫৭.৪৯৬২৬০
ময়মনসিংহ৫১.৫৪২৬৮৪
মাদ্রাসা৭৫.৬১৪২৬৮
কারিগরি৬২.৬৭১৬১০

এইচএসসির ফল জানবেন যেভাবে

১. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।

২. সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে স্ব-স্ব প্রতিষ্ঠান রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

৩. পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান হতে, শিক্ষা বোর্ডসমূহের সমন্বিত ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ঠিকানা এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে।

৪. এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল পাওয়া যাবে। এর জন্য এইচএসসি বোর্ডের নাম (প্রথম তিন বর্ণ) রোল ও বর্ষ টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন— HSC Dha 123456 2025 লিখে ১৬২২২-তে পাঠাতে হবে।

তবে শিক্ষাবোর্ডসমূহ, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফল পাওয়া যাবে না বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের উপায় সম্পর্কেও বলা হয়। এর জন্য ওয়েবসাইটের (https://rescrutiny.eduboardresults.gov.bd) মাধ্যমে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর তারিখ পর্যন্ত আবেদন নেয়া হবে বলে জানানো হয়।

আরও পড়ুন:

এসআর