তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নোয়াখালীতে বিএনপির লিফলেট বিতরণ

নোয়াখালীতে বিএনপির গণমিছিল
নোয়াখালীতে বিএনপির গণমিছিল | ছবি: এখন টিভি
0

‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’—এই চেতনাকে জাগ্রত করতে এবং তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ ও গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারসহ প্রত্যন্ত অঞ্চলে এ লিফলেট বিতরণ, উঠান বৈঠক এবং কয়েক হাজার দলীয় নেতাকর্মীদের নিয়ে গণমিছিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী তানবীর উদ্দিন রাজীব।

আরও পড়ুন:

গণমিছিল শেষে বিএনপি নেতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ে কাজ করতে হবে।’

নির্বাচনের আগ মুহূর্তে নানাবিধ অপপ্রচার মাথা তুলে দাঁড়াতে পারে উল্লেখ করে রাজীব বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে বিভিন্ন পক্ষ থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য নানা ধরনের গুজব-অপপ্রচার চালাতে পারে। বিএনপি নেতাকর্মীদের বুদ্ধিমত্তার সঙ্গে সেসব গুজব ও অপপ্রচারের জবাব দিতে হবে।’

এসএইচ