এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার এবং সঞ্চালনা করেন মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা আমীর মুমিনুল হক সরকার, মহানগরীর সহকারী সেক্রেটারি মো. জামাল হোসাইন, প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিনসহ মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সউদ আল মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীরা।
আরও পড়ুন:
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, ‘বর্তমানে আমাদের প্রিয় মাতৃভূমি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর জনগণ একটি বৈষম্যমুক্ত, ইনসাফভিত্তিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিল। কিন্তু আজ জাতি আবারও দ্বিধাবিভক্তির পথে ঠেলে দেয়া হচ্ছে। ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকার জন্ম নিতে না পারে, সে জন্য পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন হওয়া জরুরি।’
বিশেষ অতিথি মুমিনুল হক সরকার বলেন, ‘দেশের চলমান সংকটে জামায়াতে ইসলামী নিশ্চুপ থাকতে পারে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমের লক্ষে জামায়াত পাঁচ দফা দাবী আদায়ের আন্দোলনে মাঠে রয়েছে।’





