কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ইসলামী আন্দোলনের বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা। আজ (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং বিচার চলাকালে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার। বক্তব্য দেন সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম মুলতান, সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাম্মিল হক কাসেমী, মাওলানা রেজাউল করিম, মুফতি আহমাদুল্লাহ হাবিবিসহ আরও অনেকে।

আরও পড়ুন:

এসময় বক্তারা বলেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয় এবং আসন্ন জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে জুলাই সনদের আইনের ভিত্তিতে হতে হবে।’

পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা নির্বাচন বানচাল করতে চাইবে, জনগণ আগামীতে তাদের বয়কট করবে।’

এসএস