শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

অগ্নিদগ্ধ আরিফিন শুভ
অগ্নিদগ্ধ আরিফিন শুভ | ছবি: সংগৃহীত
0

অভিনেতা আরিফিন শুভ শুটিং সেটে একটি অ্যাকশন দৃশ্যে অংশ নিতে গিয়ে আহত হয়েছেন। ঢাকার বাইরে নিভৃত একটি লোকেশনে ‘মালিক’ সিনেমার শুটিং চলছে। সেখানে তিনি আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন। এ সংক্রমিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, পরিকল্পিত আগুনের দৃশ্যে শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত শিখা লাগার কথা ছিল। তবে ক্যামেরা ঘুরতেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে শুভর পায়ে আগুন লেগে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই শিখা ভয়াবহ রূপ নেয়।

আগুন লাগার পর শুভ নিজেই তা নেভানোর চেষ্টা করলেও তীব্র তাপে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন ইউনিটের সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন।

আরও পড়ুন:

যদিও আগুন নিভে যায়, তবে শুভর পায়ে দগ্ধ চিহ্ন পড়ে। এরপর পরিচালক শুট বন্ধ করার সিদ্ধান্ত নিলেও, শুভ পিছু হটেননি এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে শুটিং শেষ করেছেন।

জানা গেছে, আহত হওয়ার পরও শুভ শুটিং বন্ধ করেননি। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘মালিক’। যেখানে শুভর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

সেজু