আগামী নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষভাবে সম্পন্ন না হয় সে জন্য আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪এর অভ্যুত্থানে যেভাবে ছাত্র জনতা ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে বিদায় জানিয়েছে দেশে আবারও অরাজকর পরিস্থিতি তৈরি করলে সেই ছাত্র জনতা নিষিদ্ধ আওয়ামীলীগকে আবারও প্রতিহত করবে।
আরও পড়ুন:
এ সময় সরকারকে পিআর ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ আগামী নির্বাচন আয়োজনের আহবান জানান তিনি। এ সময় সরকারকে প্রয়োজনে আরও ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যার সাথে জড়িতদের অতি দ্রুত বিচার করার আহবান জানান জামায়াতের নেতৃবৃন্দ।





