পিআর পদ্ধতিতে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত
0

পিআর পদ্ধতির মাধ্যমে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ব্রিটিশ ন্যাশনালিস্ট স্টুডেন্টস অ্যালায়েন্স আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে দীর্ঘমেয়াদে অস্থিতিশীলতা তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘যেসব দেশে পিআর আছে সেখানে জনসংখ্যা কম এবং সেখানে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী। তবে বাংলাদেশের সমাজিক ও অর্থনৈতিক সংস্কৃতি পিআর অ্যালাও করে না।’

আরও পড়ুন:

যেসব পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না, পিআরের মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘কোনো দলের অবৈধ আবদার মেনে জাতিকে সংকট ফেলে দেয়া যাবে না। সাংবিধানিক ধারাবাহিকতা মেনে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

এসএইচ