সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘কয়েকটি পত্রিকা নিউজ করছে জামায়াত সরকার গঠন করবে। বিএনপি বিরোধী দল হবে। আমি জামাতকে বলবো, এত বাহানা কেন? নির্বাচনে আসেন না কেন?’
তিনি বলেন, ‘হাত পাখা দিয়ে বাতাস করেছে তারাও জামায়াতের সঙ্গী। সরকারকে অতিরিক্ত চাপ দিতে কি রাস্তায় গেলেন? যে বিষয় আলোচনার টেবিলে, সে ইস্যুতে রাস্তাতে আমরা যাবো না। আলোচনার টেবিলে নিষ্পত্তি হবে আমরা বিশ্বাস করি। পিআর চাইলে তা ডিসাইড করবে জনগণ।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কীভাবে সংবিধানে বাস্তবায়ন হবে এটা নিয়ে আমরা বিচার বিভাগের মতামত নেই।’
এছাড়া কারিগরি শিক্ষায় জোর দেয়ার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় চাকরি উৎপাদনের স্থান হতে পারে না। মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হবে বিশ্ববিদ্যালয়। জনগণের ম্যান্ডেট পেলে কারিগরি শিক্ষায় জোর দিবে বিএনপি। বছরে এক লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’





