‘জামায়াতের সঙ্গে এ মুহূর্তে জোট করছি না, আমরা স্বতন্ত্রভাবে এগোতে চাই’

ব্ক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
ব্ক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এ মুহূর্তে জোট করা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) শাহবাগের শহিদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে দলীয় সমন্বয় সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ মুহূর্তে জামাতের সঙ্গে জোট করছি না। আমরা স্বতন্ত্রভাবে এগোতে চাই।’

নাহিদ ইসলাম বলেন, ‘আগামী অক্টোবরের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি দিবে এনসিপি। আমরা বিস্তারের ঘোষণা দিয়েছি। জুলাই সনদের আইনি ভিত্তির পর যেন নির্বাচনের জন্য অগ্রসর হয়, সে বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারের কাছে আহ্বান থাকবে আওয়ামী লীগ বিরোধী প্রতিরোধ যেন গ্রাম থেকেও গড়ে ওঠে তার নির্দেশনা দিয়েছি। আওয়ামী লীগের মিছিল ও তৎপরতার নেপথ্যে সক্ষমতার অভাব রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর রিফর্ম ঠিকমতো হয়নি। জাতীয় পার্টির নিষেধাজ্ঞা নিয়ে কথা হয়েছে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের রাজনৈতিক উত্থান থামানোর অপচেষ্টা চলছে।’

নাহিদ বলেন, ‘জুলাই পরবর্তী সময়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলেও সরকার দমন করতে পারেনি। দুর্নীতি ও মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে। নতুন গণতন্ত্র ও সাংবিধানিক রাষ্ট্রের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রাখব।’

তিনি আরও বলেন, ‘নিম্ন কক্ষে পিআর চাই না। জবাবদিহিতার জন্য কার্যকর উচ্চকক্ষ চাই।’

এএইচ