জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
কেন্দ্রীয় জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ অন্তর্বতী সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘পিআর পদ্ধতি নিয়ে সমাধান আলোচনার টেবিলে না হলে গণভোটের ব্যবস্থা করুন, জনগণই এই রায় দেবে।’
আরও পড়ুন:
ফ্যাসিবাদের শাসন আমলে যা ঘটেছে বর্তমান সরকার তা না করলেও কোনো কোনো দল চাঁদাবাজি, সন্ত্রাসে লিপ্ত হয়েছে এ ব্যাপারে সরকার কঠোর হাতে তা দমন করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর এ নেতা।
সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামের সভাপতিত্বে , সিলেট মহানগর ও জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ এর দাবি জানান।
পরে, একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংঠনটি। এসময় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।





