শুক্রবারও চলছে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা, ভাঙচুর

ধানমন্ডি ৩২
ধানমন্ডি ৩২ | ছবি: সংগৃহীত
0

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে-হামলা ভাঙচুরের ঘটনা কোনো কোনো জায়গায় শুক্রবারও চলমান রয়েছে, যার একটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িটি।

বেলা ১২টার দিকেও সেখানে মানুষের ভিড় দেখা গেছে। এসময় কয়েকজন ব্যক্তিকে হাতে শাবল-হাতুড়ি দিয়ে ৩২ নম্বরের ভাঙা বাড়ির দেয়াল ভাঙতে দেখা যায়।

আরও পড়ুন:

ঘটনাস্থল থেকে একটি বেসরকারি টেলিভিশনে সরাসরি যুক্ত হলে সেখানে উপস্থিত একজনকে বলতে শোনা যায়, ‘যারাই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদের টিকতে দেয়া হবে না।’

ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা থামবেন না বলেও জানান বিক্ষোভকারীরা।

তবে এসময় ধানমন্ডি-৩২ নম্বরের বাড়ির আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

ইএ