একটি দল নির্বাচন-নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার। আজ (বুধবার, ২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে একথা বলেন তিনি।
এনসিপির নেতারা আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আগে বাংলাদেশে নির্বাচন হতে পারে না। একটি দল নির্বাচনে কারচুপি করার পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেছেন বক্তারা।
এছাড়াও অন্তর্বর্তী সরকারকে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচার করার দাবি জানান বক্তারা।