‘শুধু সংস্কার নয়, নিত্যপ্রয়োজনীয় খাতেও রাজনৈতিক দলের প্রস্তাবনা দেয়া উচিত’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ছবি: এখন টিভি
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু সংস্কার ও নির্বাচনী ব্যবস্থা নয়; স্বাস্থ্য, চিকিৎসা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাজনৈতিক দলের নিজস্ব প্রস্তাবনা দেয়া উচিত।

আজ (মঙ্গলবার, ১১ মার্চ) রাজধানীতে এনডিএমের ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘শুধু সংস্কার ও নির্বাচনী ব্যবস্থা নয়; স্বাস্থ্য, চিকিৎসা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাজনৈতিক দলের নিজস্ব প্রস্তাবনা দেয়া উচিত।’ এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোকে বিতর্ক আয়োজনেরও আহ্বান জানান তিনি।

এদিকে, সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরে এলে দেশের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারেক রহমান।

সেজু