বিচার ও সংস্কার শেষে নির্বাচন করতে সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম | এখন টিভি
0

বিচার ও সংস্কার শেষে নির্বাচন করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (সোমবার, ১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, 'জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কারও মুখাপেক্ষী হতে চাই না বলে দল গঠন করা হয়েছে। বিচার ছাড়া নির্বাচন হলে অন্য সরকার আসলে তারা বিচার করবে তার নিশ্চয়তা নেই।'

আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থা পরিষ্কার করতে হবে বলেও জানান এনসিপি'র আহ্বায়ক।

তিনি বলেন, '৫ আগস্ট জনগণ আওয়ামী লীগ নিয়ে রায় দিয়ে দিয়েছে। আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থা পরিষ্কার করতে হবে। বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না।'

নাহিদ ইসলাম বলেন, 'বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিচার ও সংস্কার শেষে নির্বাচন করতে আমরাই সহযোগিতা করবো।'

তিনি বলেন, 'জুলাইয়ের মধ্যে দিয়ে এই সংবিধান ব্যর্থ প্রমাণ হয়েছে। মব তৈরির অপচেষ্টা চালিয়ে দেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের অপচেষ্টা প্রতিহত করা হবে। বিচার ও সংস্কারের দাবি নিয়ে শিগগিরই রাজপথে নামবো।'

এসএস