'জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে সারাদেশে সমতার ভিত্তিতে উন্নয়ন হবে'

এখন জনপদে
রাজনীতি
0

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে সারাদেশে সমতার ভিত্তিতে উন্নয়ন করা হবে। কারো চেহারা দেখে উন্নয়ন হবে না। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) জামায়াতের কর্মী সমাবেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কাউকে ছাড় দেয়নি। ১৮ কোটি মানুষের ওপর জুলুম করেছে।’

আওয়ামী লীগ মানুষ খুন করে ক্ষমতায় থাকতে চেয়েছিল বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

জামায়াতের আমীর বলেন, 'আমরা কখনো কাউকে সংখ্যালঘু মনে করি না, ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত যারা অন্যের বাড়ি দখল করেছে, লুট করেছে তাদের নাম প্রকাশ করে বিচার করতে হবে।'

এসময় জুলাই বিপ্লবে শহীদদের রক্তের সাথে বেঈমানি করে দুর্নীতি না করার আহ্বান জানান তিনি।

ফ্যাসিস্ট সরকারের কারণেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি বলেও জানান তিনি।

ইএ