রাজনীতি
0

ভারতের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়: অ্যাডভোকেট রুহুল কবির

ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ (শনিবার, ৭ সেপ্টেম্বর) সকালে শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্পার্ঘ অর্পণ করে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘বাংলাদেশের মানুষের শান্তি ও সার্বভৌমত্ব পছন্দ করছে না ভারত, শেখ হাসিনা বাংলাদেশে নেই সেই কষ্ট ভারতের নীতিনির্ধারকরা ভুলতে পারছে না।’ এ দেশের জনগণ নয় ভারতের কাছে শুধুমাত্র শেখ হাসিনাই নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া তিনি আরও বলেন, ‘ভারতের সাথে বাংলাদেশের অমীমাংসিত অনেক বিষয় আছে। তবে আমরা পরস্পরের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি।’ কোন বিশেষ ব্যক্তি ও দলের সাথে যোগাযোগ বাংলাদেশের মানুষ মেনে নেবেনা বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এই সম্পর্কিত অন্যান্য খবর