ভারতের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়: অ্যাডভোকেট রুহুল কবির
ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ (শনিবার, ৭ সেপ্টেম্বর) সকালে শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্পার্ঘ অর্পণ করে এ মন্তব্য করেন তিনি।
স্বাধীনতার ৫৪ বছরে ঈর্ষণীয় উন্নয়ন বাংলাদেশের
স্বাধীনতার ৫৪ বছরে বিশ্বের কাছে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে নিজেকে প্রমাণ করেছে বাংলাদেশ। কানাডার মতো উন্নত দেশের বিশ্লেষকরাও মনে করেন, এশিয়ার অনেক বড় দেশের থেকেও অর্থনৈতিক কাঠামোয় ঢের শক্ত অবস্থানে লাল সবুজের বাংলা। তবে জোর দিতে হবে বাজার ধরে রাখার কৌশলে।
শোষণ-বঞ্চনা থেকে মুক্তির ৫৪ বছর
স্বাধীনতার ৫৪তম বছরে পা দিলো বাংলাদেশ। শোষণ-বঞ্চনা থেকে মুক্তি পেতে ১৯৭১ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তির সংগ্রামে ঝাপিয়ে পড়ে আপামর জনতা। বঞ্চনা থেকে মানুষের কর্মসংস্থানসহ দেশের সামগ্রিক উন্নয়নে এসেছে প্রশান্তি। বিশেষজ্ঞরা মনে করেন, উন্নত বাংলাদেশ গড়তে জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার কোন বিকল্প নেই।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালিদের ওপর অতর্কিত গণহত্যা অভিযান চালায় পাকিস্তানি সামরিক বাহিনী। এ রাতে ২৬ মার্চ প্রথম প্রহরে ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ দিন থেকেই জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। আজ সেই স্বাধীনতার ৫৩ তম বছর।