বুধবার (২২ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি
এ থেকে দলটির আয় ১২ লাখ ৩০ হাজার টাকা। মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের ফরম জমা পড়েছে ২০২টি।
তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানিয়েছেন, নেতাকর্মীদের আগ্রহ থাকায় এই মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আরও একদিন বাড়ানো হয়েছে। পাশাপাশি আসন্ন নির্বাচনকে ঘিরে নানা কর্মপরিকল্পনা এরইমধ্যে শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি প্রার্থীদের যাচাই-বাছাই চলবে এবং প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।