সোমবার (২০ নভেম্বর) সকাল থেকে রাজধানীর তোপখানা রোডে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন মনোনয়ন প্রত্যাশীরা। তৃতীয় দিন পর্যন্ত বিক্রি হয়েছে ২০১টি ফরম। এ থেকে দলটির আয় দশ লাখ পাঁচ হাজার টাকা।
দলটির শীর্ষ নেতারা জানিয়েছে, নেতাকর্মীদের আগ্রহ থাকায় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আরও একদিন বাড়ানো হবে। তৃণমূল বিএনপির প্রতিটি মনোনয়ন ফরম কিনতে গুণতে হচ্ছে ৫ হাজার টাকা।