বাজার , কাঁচাবাজার
দেশে এখন
0

বন্যা ও বৃষ্টির প্রভাবে দাম বেড়েছে নিত্যপণ্যের বাজারে

বন্যা আর টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। বেড়েছে আদা, রসুন, কাঁচা মরিচসহ সবজির দাম। সরবরাহ কম থাকায় বেড়েছে মাছের দামও। উচ্চ মূল্যস্ফীতির এই বাজারে মধ্য ও নিম্নবিত্তরা আরেকদফা চাপে পড়েছেন পণ্যমূল্যের এমন উর্ধ্বগতিতে।

প্রয়োজন মতো বাজার করা সম্ভব হয় না অনেক মধ্যবিত্তের। উপার্জন আগের মত থাকলেও বেড়েছে নিত্যপণ্যের দাম। বেসরকারি চাকরিজীবী এনায়েত হোসেনের বাজারের তালিকায় আছে আলু, আদা, রসুন ও ইলিশ মাছ সহ আরও অনেক পণ্য, তবে কেনা সম্ভব হয়নি অনেক কিছু।

এনায়েত হোসেন বলেন, 'যা যা কিনতে এসেছি তা কিনতে পারিনি। দামের কারণে স্বল্প আয়ে কিনতে পারা কষ্ট।' 

আরেকজন বলেন, 'মধ্যবিত্ত যারা তাদের আয়ের সাথে ব্যয়ের তফাৎ বাড়তেছে।'

বৃষ্টির অজুহাতে সবজির দাম আরও বেড়েছে। বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি। আবার কিছু সবজির দাম কেজি প্রতি শতকও ছাড়িয়েছে। কারওয়ান বাজারে টমেটো বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। বেগুন ও শসার দাম বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। কাকরোলের কেজি ৮০ থেকে ১০০ টাকায়, পটল ও ঢ্যাঁড়শ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

একজন ক্রেতা বলেন, 'বলার কোনো সুযোগ নেই কার কাছে বলবো যে দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।'

অস্বাভাবিকভাবে ওঠানামা করছে কাঁচা মরিচের দাম। বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৪০ থেকে ২৭০ টাকায়। কারণ হিসেবে বৃষ্টি ও বন্যার কথা বলছেন বিক্রেতারা।

বিক্রেতাদের একজন বলেন, 'বৃষ্টির কারণে মাঠের সবজি তুলতে পারতেছে না যার ফলে বাজারে সবজি কম আসছে। এই কারণে দাম বৃদ্ধি পাচ্ছে।'

হাতিরপুল মাছ বাজারে গিয়েও দেখা গেল দাম বৃদ্ধির চিত্র। দরদামে ব্যস্ত ক্রেতারা খুশি নন দাম শুনে। চাষের মাছ ও দেশিয় বেশিরভাগ মাছে দাম বেড়েছে কেজি প্রতি ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত।

বাইলা মাছের কেজি প্রতি গত সপ্তাহে ছিল ৮০০ টাকা, চলতি সপ্তাহে

বিক্রি হচ্ছে ১১শ' টাকায়। রুপচাঁদার কেজি ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে হাজার টাকায়। বাজারে সবচেয়ে বেশি দাম ইলিশের। কেজি প্রতি ১৮শ' থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে ইলিশ। যা গেল সপ্তাহে ছিল ১৪শ' থেকে ১৬শ' টাকা।

বাড়তি দামে পছন্দের পণ্য না নিয়ে অপেক্ষাকৃত কম মূল্যের পণ্যের দিকে ঝুঁকতে হচ্ছে মধ্যবিত্তকে। ক্রেতাদের দাবি, বাজার তদারকি বাড়িয়ে নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর