তামিম ইকবালের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা

এখন মাঠে , ক্রিকেট
দেশে এখন
0

বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ২৪ মার্চ) দুপুর ১টা ৪৩ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি বিবৃতি পোস্ট করা হয়েছে, সেখানে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সোমবার বিকেএসপিতে একটি ম্যাচ খেলতে গিয়ে গুরুতর হার্ট অ্যাটাকের শিকার হওয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার পক্ষে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেছেন।

আরো পড়ুন: সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ

নিজাম উদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ক্রিকেট আইকনের স্বাস্থ্যের অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করা হয়।

তিনি বলেন, ‘বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং এই খেলোয়াড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যেকোনো সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।’

তামিম ইকবালের শারীরিক অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টার নিয়মিত আপডেট রাখছেন বলেও জানান নিজাম উদ্দিন।

আরো পড়ুন: হার্টে রিং পরানো হয়েছে তামিমের, সিসিইউতে স্থানান্তর

বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম।

সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম।

টসের সময়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়।

সবশেষ তথ্যে জানা গেছে, গাজীপুরের কেপিজি হাসপাতালে তামিম ইকবালের বুকে রিং প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তামিমকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার শারিরীক অবস্থা কিছুটা ‍উন্নতির দিকে।

এএইচ