চাঁদপুরের হাজীগঞ্জে আজ (রোববার, ৩০ মার্চ) সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সৌদি আরবের সাথে মিল রেখে বরিশালে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহছুফি দরবার শরীফের অনুসারীরা।
সকাল ৯টায় মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে দিনাজপুরের ৫ উপজেলায় বেশকিছু স্থানে ঈদু ফিতরের নামাজ আদায়সহ ঈদ আনন্দ ভাগাভাগি করছেন প্রায় ২ হাজার পরিবার। ঈদের নামাজ শেষে বিশ্ব শান্তি কামনা এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা হয়।
এছাড়া মৌলভীবাজার, ফরিদপুর, সাতক্ষীরা, শরীয়তপুর, ফেনী ও বরগুনাসহ দেশের বিভিন্ন জেলায় ঈদ উদযাপন করছেন কয়েক হাজার মানুষ।
আরো পড়ুন: সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদ জামাত অনুষ্ঠিত
বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখার উপর ভিত্তি করে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। আজ সকাল সাড়ে ৯টায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফে প্রথম ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।
বরিশালে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহছুফি দরবার শরীফের অনুসারীরা। সকাল ৯টায় শাহছুফি জাহাগীরিয়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন তারা।
আরো পড়ুন: শোলাকিয়ায় বৃহত্তম ঈদ জামাতের প্রস্তুতি, নিরাপত্তা জোরদার
এদিকে, ফেনীর তিনটি স্থানে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সকাল থেকে আলাদা আলাদা সময়ে এসব স্থানে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
ফরিদপুরের বোয়ালমারীত উপেজলায় অন্তত ১০টি গ্রামের মানুষ একদিন আগে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন।
প্রতি বছরের মতো এবারও সাতক্ষীরা সদরের বাউখোলা, তালা উপজেলার জেঠুয়া, ইসলামকাঠি, শ্যামনগর উপজেলার গোয়াল চত্বরসহ জেলার বিভিন্ন স্থানে আগেভাগেই ঈদের আনন্দ ভাগাভাগি করছেন মুসল্লিরা।
আরো পড়ুন: সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত
দিনাজপুরের শহরের একটি কমিউনিটি সেন্টারে ঈদের নামাজ আদায় করেছেন দুই শতাধিক পরিবার। এছাড়াও চিরির বন্দর, কাহারোল, বিরল ও বিরামপুরসহ ৫টি উপজেলায় ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।
এছাড়া শরীয়তপুর, মৌলভীবাজার, পাবনার সুজানগর, বরগুনা ও পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর পালিত হচ্ছে।