সৌদি আরবে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার মধ্য দিয়ে শেষ হলো হিজরি ১৪৪৬ বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান।
স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ঈদের ঘোষণা দেয় সৌদি রয়্যাল কোর্ট। শনিবার চন্দ্র বা সূর্যগ্রহণের প্রভাব না পড়লেও আকাশে মেঘের কারণে সুদাইর ও তামির অবজারভেটরি থেকে চাঁদ দেখা দেয় খানিকটা দেরিতে। আট মিনিটের কম সময়ে অস্তও যায় চাঁদ। এর আগে সিয়াম সাধনার শেষ দিনে মক্কার মসজিদ আল হারামে নামাজ আদায় করেন ৪১ লাখের বেশি মানুষ।
আরো পড়ুন: সৌদি আরবে দেখা গেছে শাওয়ালের চাঁদ
সৌদি আরবের পাশাপাশি আজ (রোববার, ৩০ মার্চ) ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গেছে ইরান, ওমান, কুয়েত, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাতসহ পুরো মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে ঈদের ছুটি ও আনন্দ উৎসবের হাওয়া বইতে শুরু করেছে অঞ্চলজুড়ে। একই দিন ঈদ উদযাপন করবে যুক্তরাষ্ট্র ও কানাডা। ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে ঈদ আজ।
তবে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াসহ দক্ষিণপূর্ব এশিয়ার মালয়েশিয়া, ব্রুনেই আর অন্যান্য দেশে ঈদের প্রথম দিন সোমবার। অস্ট্রেলিয়াতেও ৩১ মার্চ ঈদ শুরু বলে ঘোষণা দিয়েছে দেশটির ফতোয়া কাউন্সিল। কাজের তাগিদে এসব দেশে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটিতে বিরাজ করছে উৎসবের আমেজ।
চলতি বছর ঈদ উদযাপন করবেন সারা বিশ্বের প্রায় ১৯০ কোটি মুসলিম।