বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা, রোহিঙ্গা প্রত্যাবাসন ও বাণিজ্য সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেতে পারে।
এদিকে আজই হুয়াওয়ের উচ্চ-প্রযুক্তিসম্পন্ন একটি ফ্যাসিলিটি পরিদর্শনের কথা রয়েছে তার।
এর আগে (বৃহস্পতিবার, ২৭ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে দেশটির রাজধানী বেইজিংয়ে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও চীনের উপমন্ত্রী সান ওয়েডং বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।