যেখানে বলা হয়েছে, ওয়ার্ল্ড ফুড প্রোগামের আওতায় ১০ লাখের বেশি রোহিঙ্গার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এই বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, মানবেতর এই সংকট থেকে রোহিঙ্গা শরণার্থীদের উদ্ধারে বিশ্বনেতাদেরও যুক্তরাষ্ট্রের মতো এগিয়ে আসা উচিত।
এর আগে বাংলাদেশে মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডি'র তহবিল সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে খাদ্য, চিকিৎসা সংকটে পড়েন কয়েক লাখ রোহিঙ্গা। কমে যায় তাদের জন্য বরাদ্দকৃত রেশনের পরিমাণ।