আজ (সোমবার, ২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানান। এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে জরুরি অবস্থা জারির আলোচনা শুধু গসিপ বলে উড়িয়ে দেন তিনি।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসে অস্ট্রেলিয়া কোস্ট গার্ডের একটি প্রতিনিধিদল। স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারী বাংলাদেশীদের ফেরত আনতে দুই দেশ একটি সমঝোতা স্মারকে সই করে।
পরে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব জানান, অবৈধভাবে অস্ট্রেলিয়া পাড়ি দেয়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরানো হবে। তবে কতজন আটক রয়েছে সে ব্যাপারে কিছু জানাননি তিনি।
সিনিয়র সচিব বলেন, ‘ঈদের পরই বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হবে। এসময় দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখার কথাও জানান তিনি।