গাজায় যুদ্ধবিরতি কার্যকরসহ দশ দফা দাবি জামায়াতে ইসলামীর

দেশে এখন
0

গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা ও অবিলম্বে হামলা বন্ধ করাসহ দশ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগ।

আজ (শনিবার, ২২ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে বক্তারা যুদ্ধ অপরাধের দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

তারা বলেন, বাংলাদেশের সাথে ইসরাইলের বাণিজ্যিক, সামরিক চুক্তিসহ সকল প্রকাশিত ও প্রকাশিত চুক্তি বাতিল করতে হবে।

এসময় বক্তারা ইসরাইলি পণ্য বর্জন ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘের হস্তক্ষেপে কার্যকর উদ্যোগের আহ্বান জানান।

এসএস