স্বাগত বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ জানান, সংস্কার নিয়ে সব বিষয়ে সব পক্ষের মধ্যে ঐক্যমত্য নিয়ে আসতে এই আলোচনা।
এসময় খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, 'দ্বিমত থাকা বিষয়গুলোতে এই বৈঠকের মাধ্যমে ঐক্যমত্য আসবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ বের হবে। জাতির এগিয়ে যাবার পথ খুলবে প্রত্যাশা।'
সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপ করবেন ঐকমত্য কমিশন।