ঈদুল ফিতর: শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি

0

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে রেল কর্তৃপক্ষ।

যাত্রীদের অনলাইনে টিকিট কাটা নির্বিঘ্ন করতে এবার আজ (শুক্রবার, ১৪ মার্চ) সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে পশ্চিমাঞ্চল।

আর দুপুর ২টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। জানা গেছে, আজ যাত্রীদের দেয়া হচ্ছে ২৪ মার্চের টিকিট। পর্যায়ক্রমে আগামী ২০ মার্চে বিক্রি করা হবে ৩০ মার্চের টিকিট।

এছাড়া আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে রেলওয়ে পূর্বাঞ্চল এবার চট্টগ্রাম-চাঁদপুর ও ঢাকা -দেওয়ানগঞ্জ রুটে দুই জোড়া স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি।

আন্তঃনগর ট্রেন এবং স্পেশাল মিলে চট্টগ্রাম ডিভিশন থেকে প্রতিদিন অনলাইনে প্রায় ১৭ হাজার টিকিট দেয়া হচ্ছে।

ইএ