দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালানোর হুশিয়ারি ইনকিলাব মঞ্চের

দেশে এখন
0

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার, তিন মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তিসহ পাঁচ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত বিচার, শাপলা ও পিলখানা হত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানায় তারা। গতকাল (বুধবার, ১৩ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের পর জানানো হয় দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

শাহবাগে স্লোগান উঠেছে ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা। এই স্লোগান নতুন বাংলাদেশের। এই স্লোগান সব ষড়যন্ত্রের বিরুদ্ধে।

২০১৩ সালে এই শাহবাগেই স্লোগান ধরেছিল লাকি আক্তার, ইমরান এইচ সরকারসহ আরও অনেকেই। তৈরি হয় গণজাগরণ মঞ্চের, যার চাপে তৎকালীন আওয়ামী মন্ত্রিসভা আইন সংশোধন করে।

প্রায় ১২ বছর পর অভিযোগ উঠেছে গণজাগরণ মঞ্চ ছিল ফ্যাসিবাদের এজেন্ডা।

সেই গণজাগরণ মঞ্চের লাকি আক্তারের নতুন কর্মসূচি ও পুলিশের উপর হামলার প্রতিবাদে সরব হয়ে উঠেছে শাহবাগ।

লাকি আক্তার ও রাষ্ট্রদ্রোহী দোসরদের গ্রেপ্তার করে শাহবাগের ২০১৩ সালের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র উন্মোচন করাসহ পাঁচ দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, 'জুলাই জনতার মানববন্ধন থেকে ইনকিলাব মঞ্চের পাঁচ দফা। এর মধ্যে এক নম্বর, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে। একইসাথে কেউ যদি ধর্ষণের মিথ্যা মামলা করে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। যতদিন না পর্যন্ত লাকি গংদের গ্রেপ্তার না করে দিল্লির দাসত্বকে বাংলাদেশ থেকে বিদায় করা হবে ততদিন পর্যন্ত শাহবাগ ছাড়বো না।'

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসাবে মব তৈরি করে পুলিশের উপর হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।

শাপলা ও পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার করাসহ অবিলম্বে জুলাই গণহত্যার বিচার শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানায় ইনকিলাব মঞ্চ।

শাহবাগে অবস্থানকারীদের মধ্যে একজন বলেন, 'গত জুলাইয়ে দেখিয়ে দিয়েছি যারাই আমাদের সম্মুখে ফ্যাসিবাদ নিয়ে হাজির হয়েছে তাদের ঠিকানা আমরা বাংলাদেশে রাখি নাই।'

এছাড়া ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি ব্যবস্থার করার দাবিও জানায় সংগঠনটি।

এ সময় নানা সংগঠন এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে। এবং রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য মশাল মিছিলে অংশ নেয়।

এসময় যতদিন এই দাবিগুলো পুরনো না হয়ে ততদিন শাহবাগেই অবস্থান করার কথাও জানান তারা।

এসএস