পিলখানা হত্যাকাণ্ড মামলার আসামিদের জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ কাল
বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ড মামলায় সাজা খাটার পরও বিস্ফোরক আইনের মামলায় আসামি হওয়ায় আটকে আছে প্রায় সাড়ে ৪০০ জনের জামিন। আগামীকাল (রোববার, ১৯ জানুয়ারি) এই আসামিদের জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ হবে। তবে ১৫ বছরে এক হাজার ৩০০ সাক্ষীর মধ্যে মাত্র ২৮৩ জনের সাক্ষ্য নিতে পেরেছে রাষ্ট্রপক্ষ। জামিন না দেয়াকে মানবাধিকার লঙ্ঘন বলছেন আসামিপক্ষের আইনজীবীরা। তবে আলোচিত এই মামলা নিষ্পত্তি করতে সরকার আন্তরিক বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।