‘এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে’

'এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে' | এখন
0

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ইইউ কমিশনার হাদজা লাহবিবের সাথে বৈঠকে একথা জানান তিনি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি জোরালো সমর্থনের কথা জানিয়েছেন ইইউ কমিশনার।

আজ (সোমবার, ৩ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বাংলাদেশে সফররত ইইউর সমতা, প্রস্তুতি এবং সংকট ব্যবস্থাপনা কমিশনার কমিশনার হাদজা লাহবিব।

বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এসময় ইইউ কমিশনার বলেন, ‘রোহিঙ্গাদের সহায়তায় গত বছরের প্রাথমিক সহায়তার চেয়ে এই বছরের পরিমাণ বেশি।’

তবে তহবিল ঘাটতির কারণে, ক্যাম্পগুলিতে মানবিক পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতির ঝুঁকি এড়াতে যথেষ্ট নয়। এসময় প্রধান উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা।’

ঘণ্টাব্যাপী বৈঠকে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ, বন্যা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগসহ জ্বালানি সংযোগ নিয়েও আলোচনা করেন তারা।

ইএ