চিকিৎসা শেষে চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকায় ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এক কূটনীতিক সূত্রে বিষয়টি জানা গেছে।
সূত্রের তথ্যানুযায়ী, সপ্তাহখানেক আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন। সে অনুযায়ী কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে বলে জানা যায়।
আরো পড়ুন:
এর আগে উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারী লন্ডনে যান বেগম জিয়া। বর্তমানে তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন।