বিমানের টেকনিক্যাল সমস্যা: ঢাকায় ফিরিয়ে এনে জরুরি অবতরণ

দেশে এখন
0

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ব্যাংকক ফ্লাইটের টেকনিক্যাল সমস্যার কারণে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে ফ্লাইটের যাত্রীদের অন্য আরেকটি এয়ারক্রাফটে ব্যাংককে পাঠানো হয়। জানা গেছে, আজ (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) ১৩৩ জন যাত্রী নিয়ে বিমানের বিজি ৩৮৮ ব্যাংককের উদ্দেশে উড্ডয়ন করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মিয়ানমারের আকাশে প্রবেশের পর বিমানের প্রেসারাইজেশন কিছুটা কমে যায়। ফ্লাইটের পাইলট ইন কমান্ড যাত্রীদের সুরক্ষার জন্য অতিরিক্ত সতর্কতার পথ অবলম্বন করে ম্যানুয়ালি বিমানের অক্সিজেন মাস্ক এক্টিভেট করেন।

পরে বেলা ১টা ৫৮ মিনিটে বিমানের পাইলট ইন কমান্ড উড়োজাহাজটি ঢাকাতে ফিরিয়ে আনেন। ঢাকাতে নিরাপদে অবতরণের পর যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে বেলা ৫টা ২৬ মিনিটে ঢাকা থেকে ব্যাংককে পাঠানো হয়।

যাত্রীদের নিয়ে বিমানের ফ্লাইট নিরাপদে ব্যাংককে ইতোমধ্যে অবতরণ করেছে বলে জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে উক্ত ফ্লাইট এর যাত্রীদের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দু:খ প্রকাশ করছে।- সংবাদ বিজ্ঞপ্তি

এসএস