রাজধানীতে যৌথ বাহিনীর টহল-তল্লাশি আরো জোরদার

দেশে এখন
0

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর টহল ও তল্লাশি আরও জোরদার করা হয়েছে। এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

গতকাল (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) রাতে গুলশানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম বলেন, 'সন্ত্রাসী যেই হোক না কেন তাকে আইনের আনা হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।'

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি অভিযান পরিদর্শন করেন ডিবি প্রধান।

এসএস