বল্লামুখার বাঁধের ৭০ মিটার অংশে ৩০ মিটার নোম্যান্সল্যান্ডে রয়েছে, এমন দাবি করে বিএসএফ বেড়িবাঁধ পুনর্নির্মাণ শুরু থেকেই বাঁধা প্রদান করে। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকালে বল্লামুখার বাঁধের ৭০ মিটার নির্মাণে কাজ করার সময় বিএসএফ এসে কয়েকটি স্কেভেটর বন্ধ করে দেয়।
এরপর থেকে ভারতের ঈশানচন্দ্র নগর ও বাংলাদেশের নিজ কালিকাপুর ক্যাম্পের বিজিবি- বিএসএফের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে সীমান্তে ওই জায়গাটি পরিমাপ করা হয়। বিজিবির পক্ষে মজুমদার হাট কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রশিদের নেতৃত্বে সেখানে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন।