ফেনীর পরশুরামের নিজকালিকাপুর সীমান্তে মুহুরী নদী সংলগ্ন বল্লারমুখার বেড়িবাঁধ পুননির্মাণে উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্তে নতুন করে কয়েকটি বাঙ্কার নির্মাণ করেছে ভারতীয় বিএসএফ। স্থানীয়রা অভিযোগ করেন, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সীমান্তে লাগানো লাইট বন্ধ করে কয়েকটি বাঙ্কার খনন করেছে বিএসএফ।