গতকাল রাতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় আবাসিক ভবনে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।
আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) সকালে রোগীদের পর্যবেক্ষণ শেষে গণমাধ্যমে তিনি এ কথা বলেন।
আবাসিক সার্জন জানান, দগ্ধ ১১ জনের মধ্যে ১ জন আইসিইউ, ২ জন ওটি, ৪ জন এইচডিইউ (হাই ডিফেন্সী ইউনিট) এবং বাকি ৪ জনকে পর্যবেক্ষণে রাখা হবে।
এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর আবাসিক ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনার সূত্রপাত হয়।
সেখানে দগ্ধ সুমন মিয়া তার পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন। শুক্রবার রাতে তার ভাই সোহেল রানা পরিবার নিয়ে সুমনের বাসায় বেড়াতে আসেন।
পরে শবে বরাত উপলক্ষে রান্নাঘরে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আগুন ধরে গেলে বাসার ভেতরে থাকা শিশু–নারীসহ মোট ১১ জন দগ্ধ হন।
পরে স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই দগ্ধ ব্যক্তিদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।