আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২ ডিসেম্বর

গণঅভ্যুত্থানে ছয় আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর হচ্ছে
গণঅভ্যুত্থানে ছয় আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর হচ্ছে | ছবি: সংগৃহীত
0

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২ ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (বুধবার, ২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ৭ জনকে হত্যা ও ৬ মরদেহ পোড়ানো মামলার শেষ দিনের সাক্ষ্যগ্রহণ হয়।

এ মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ২৩ জন। এর মধ্যে, ২৩তম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন রাজসাক্ষী এসআই আবজালুল। এছাড়াও চানখারপুলে ৬ জন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ও আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ।

এ মামলায় সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। মামলায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাই আহত, চিকিৎসক, একজন উপদেষ্টাসহ সাক্ষ্য দিয়েছেন ২৪ জন।

তদন্ত কর্মকর্তার জেরা শেষ হলে, মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে। এরপর, রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

মামলায় আসামি ৮ জন হলেও, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৪ জন পলাতক আছেন। আর কনস্টেবল সুজনসহ ৪ জন গ্রেপ্তার হয়েছেন।

এএইচ