আশুলিয়া হত্যাকাণ্ড: রাজসাক্ষীর জেরা চলাকালে ট্রাইব্যুনালে হট্টগোল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

আশুলিয়ার মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী পুলিশের সাবেক এসআই শেখ আবজালুল হকের জেরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে তীব্র হট্টগোলের ঘটনা ঘটেছে।

চব্বিশের ৫ আগস্টে সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোসহ ৭ জনকে হত্যার ঘটনায় করা মামলার জেরা চলা চলাকালে আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে এ হট্টগোলের এ ঘটনা ঘটে।

এতে প্রায় ১ ঘণ্টা ধরে বন্ধ থাকে বিচারকাজ। গতকাল (বুধবার, ১৯ নভেম্বর) জবানবন্দি গ্রহণ শেষে আবজালুলকে আংশিক জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। আজ আবারও তাকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবী।

আরও পড়ুন:

এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালের ৩ বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় ৪ জনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এরই মধ্যে মো. শরীফ নামে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। আজ প্রসিকিউটর তানভীর জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ