হামলায় তার ড্রাইভারও আহত হন এবং তাকে বহনকারী গাড়িটিতে ভাঙচুর করা হয়।
আজ (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন এবং হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার ও তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা এই ঘটনার তীব্র নিন্দা জানায় ও হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার ও তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করছে। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল উক্ত ঘটনায় আহত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার এর দ্রুত সুস্থতা কামনা করছে এবং তিনি ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।'
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'ঘটনার দিন সকালে দুর্নীতি দমন কমিশনের একটি টিম নগদে অভিযান পরিচালনা করে। তখন নগদের প্রশাসক দিদার গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে নগদে এক হাজার ৭০০ কোটি টাকা পাচার ও ৬৪৫ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে এবং দুদক টিম এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করেছে এবং তারা বিষয়টি যাচাই-বাছাই করে দেখবে।'
এর আগে দিদার নগদের সাবেক সিইও এর কাছ থেকে হুমকির প্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে বনানী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এই ঘটনার আগেও তার উপর হামলার চেষ্টা করা হয় বলে জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা এ সন্ত্রাসী হামলার বিষয়ে সরকারের পক্ষ থেকে অনতিবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দেশের ব্যাংক ও আর্থিক খাত সংস্কার সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তা দেয়ার জোর দাবি জানাচ্ছে।'